Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমি জনগণের সেবক হয়ে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যেতে চাই

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরয়িা কেয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাপ্ত বরাদ্দগুলো জনগণের আমানত, এ বরাদ্দগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি সামাজিক কাজের মানুষ, আমার চোখ খোঁজে সমাজের কাজ। আমি জনগণের সেবক, জনগণের উন্নয়নে আমি অতন্দ্র প্রহরীর মত কাজ করে যেতে চাই। গতকাল সোমবার নবীগঞ্জে ২০১৩-১৪ অর্থ বছরে তাঁর দেয়া বরাদ্দকৃত টি.আর প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি নবীগঞ্জ শহরের মদিনা মসজিদে ৫০ হাজার টাকা, শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় ৫০ হাজার টাকা এবং নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামকে ৩ টন গম বরাদ্দ দেন। ওই দিন দুপুরে তিনি শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন করেন। এ সময় আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আখড়া কমিটির সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি অশোক তরু দাস, কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্তী বেনু, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নিকুঞ্জ পাল নিখিল, হিমাংশু শেখর রায়, মৃদুল কাান্তি রায়, এডঃ অলক রায়, পবিত্র বনিক, প্রভাষক জন্টু চন্দ্র রায়, দীজেন্দ্র লাল রায় মহাদেব, রসময় শীল প্রমুখ। এ সময় এমপি কেয়া চৌধুরী আখড়া পরচিালনা কমিটির দাবীর প্রেক্ষিতে আখড়ার উন্নয়ন ও ১৯৭১ সালে বেদখল হওয়া নবীগঞ্জ কালীবাড়ি উদ্ধারে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।