Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর ক্ষুদ্র নৃ-গোষ্টির মেয়েদের মধ্যে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ

মাধবপুর প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাধবপুর উপজেলার চা-বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্টির মেয়েদের মধ্যে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল ছাত্তার বেগ, কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, সমাজসেবা কর্মকর্তা আশ্ররাফ আলী প্রমুখ।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্টির ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং স্কুল কলেজের ৮০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়।
এর আগে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন তেলিয়াপাড়া চা-বাগান, স্মৃতিসৌধ, শাহজীবাজার গ্যাস ফিল্ড ও ফ্রুটস ভ্যালি, মাধবপুর পৌরসভা, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হয়।