Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জে ৩ ডাকাত আটক ॥ ৩ রাউন্ড গুলি, গ্রীল ও তালা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সাহসী ভূমিকায় ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও নামক স্থানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ কুখ্যাত ডাকাত আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, মাধবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র তৌহিদ মিয়া (২৫), বাহুবল উপজেলার মোজাহারপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র ইয়াকুব মিয়া (৩০) ও একই গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র মাসুক মিয়া (৪০)। এসময় আরো কয়েক ডাকাত পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ ও এএসআই মহসিন ভূইয়া একদল পুলিশ নিয়ে উল্লেখিত এলাকায় টহল দিচ্ছেলেন। এসময় তাদের পাশ দিয়ে চলে যাওয়া সাদা রঙ্গের একটি পিকআপ দেখে সন্দেহ হয়। সাথে সাথে পুলিশ ওই পিকআপের পিছু নেয়। এ পর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান সামনে গিয়ে ব্যারিকেড দিলে সাদা পিকআপটিকে ব্যারিকেট দেয়। এ সময় পিকআপ থেকে লাপিয়ে পড়ে পালানোর সময় পুলিশ ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ আটককৃতদের কাছ থেকে পাইপগানের ৩ রাউন্ড গুলি, গ্রীল কাটার কাঠার ও তালা ভাঙ্গার ৩টি কাঠার উদ্ধার করে।