Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে টোল আদায় নিয়ে দুই ইজারাদারের হাতাহাতি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার দুই ইজারাদারের মাঝে টোল আদায় নিয়ে শনিবার সকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভা থেকে তোহা বাজার ইজারা নেন শহরের আনমনু গ্রামের সাবেল মিয়া এবং র্টামিনাল ইজারা নেন রাজাবাদ গ্রামের আফজল মিয়া। স্ব স্ব ইজারাদার তাদের নিজস্ব লোক দিয়ে টোল আদায় করে থাকেন। টার্মিনাল ইজারাদার শুধুমাত্র বাস, ইমা, টেম্পু গাড়ীর টোল আদায় করার কথা। একই ভাবে তোহা বাজার ইজারাদার হাটবাজারের দোকানপাট এর পাশাপাশি শহরে মালবাহি ট্রাক এর লোড আনলোড এর টোল আদায় করে থাকেন। কিন্তু একটি মাল বুঝাই ট্রাক সিলেট থেকে হবিগঞ্জ বা বানিয়াচং যাবার পথে নবীগঞ্জ টোল আদায়ের কোন বিধান না থাকলেও তোহা বাজারের ইজারাদার ওই চলন্ত গাড়ী থেকে টোল আদায় করে আসছেন। এতে বাধ সাধেন টার্মিনাল ইজারাদার। তিনি দাবী করেন নবীগঞ্জ শহরে নন স্টপিজ ট্রাক গুলোর টোল যদি নিতে হয় তাহলে টার্মিনাল ইজারাদার হিসেবে তিনি নিবেন। তোহা বাজার ইজারাদার লোড আনলোড নিবেন এতে আমার আপত্তি থাকার কথা নয়। এনিয়ে উভয় ইজারাদারের মাঝে রশি টানাটানি শুরু হয়েছে গত ক’দিন ধরে। শনিবার সকালে টার্মিনাল ইজারাদারের লোক একটি ট্রাক থেকে টোল আদায় করতে গেলে তোহা বাজার ইজারাদারের লোকজন তাকে আটক করে ইজারাদার আফজল মিয়াকে খবর দিয়ে ঘটনাস্থলে নেয়। এনিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে আফজল মিয়াকে মারপিট করা হয়। আহত আফজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এ ঘটনায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। এসআই বিজয় দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।