Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুতাং নদী থেকে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার মহিমাউরা গ্রামের সুতাং নদীর তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে লিটন মিয়া (২২), সুজন মিয়া (২০), আক্তার মিয়া (৪০), রাসেল মিয়া (২১) ও তাজুল ইসলাম (২২) এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় ওই স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন। অভিযানে বালু বহনকারী একটা ট্রাক্টরও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় উল্লেখিতদের ১ মাসের বিনাশ্রম কারাদ- দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। এ সময় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। অন্য দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। তাই অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।