Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সালেহ আহমেদ সভাপতি মোছাব্বির বকুল সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সভাপতি সালেহ উদ্দিন আহমেদ সভাপতি ও আব্দুল মোছাব্বির বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে গোপন ব্যালটের মাধ্যমে জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইজীবী এডঃ মোঃ নুরুল আমিন।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সালেহ উদ্দিন আহমেদ ২৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল হান্নান চৌধুরী ১৫৭ ভোট ও জমশেদ মিয়া পেয়েছেন ১৪২ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল মোছাব্বির বকুল ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাই ১৪২ ভোট ও জসীম উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট।
সহ-সভাপতি পদে আবু তাহের মিয়া ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ নুরুল হক ১০৫ ভোট, শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল ৯৯ ভোট ও মোঃ আবুল আজাদ ৯৩ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক (১ম শাখা) পদে জন্টু চন্দ্র দেব ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ ছারওয়ার রহমান টৌদুরী ২০০ ভোট ও মোহাম্মদ মুছা মিয়া পেয়েছেন ১২৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক (২য় শাখা) পদে জেবুন্নেছা চৌধুরী ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ মহিবুর রহমান পেয়েছেন ২২৩ ভোট।
লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আব্দুল মজিদ ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ আসাদুজ্জামান পেয়েছেন ২৫৭ ভোট।
ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ লেলিনউজ্জামান ১১৮ ভোট, মোঃ মুজিবুর রহমান চৌধুরী ১১৬ ভোট ও মোহাম্মদ মাসুক মিয়া পেয়েছেন ৭৪ ভোট।