Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শামছুল ইসলামকে গ্রেফতারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নিন্দা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট শামছুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। সেই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও এডভোকেট শামছুল ইসলামের মুক্তির দাবী জানান।
গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান এবং তার মুক্তির দাবী জানান।
এডভোকেট রুহুল কবির রিজভী বলেন- গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে পুলিশ নির্বিচারে ১২শ রাউন্ট গুলিবর্ষণ করে। এতে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, আবার অনেকই পঙ্গুত্ব বরণ করেছেন। এই বিভৎস্ব নারকীয় তান্ডবের প্রতিবাদে এডভোকেট শামছুল ইসলাম বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, এটাই হচ্ছে তার অপরাধ। পুলিশ সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে এডভোকেট শামছুল ইসলামকে গ্রেফতার করেছে। একজন স্বনামধন্য আইনজীবি হওয়া স্বত্বেও তাকে হাতকড়া পরিয়ে আদালতে নেয়া হয়েছে। কারাগারে তাকে ফাঁসির সেলে রাখা হয়েছে। তিনি বলেন- আওয়ামীলীগ আইন শৃংখলা বাহিনীকে এমনভাবে সাজিয়েছে, যা বিরোধীদলের নেতাকর্মীকে নির্যাতন, ঘুম ও হত্যারকান্ডের মত ঘটনা ঘটাচ্ছে। আমি অনতিবিলম্বে এডভোকেট শামছুল ইসলামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।