Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। অনেক অসহায় পরিবারের ঘরের টিন ফোকা করে দেয় শিলা বৃষ্টি। শিলা বৃষ্টির আঘাতে মাটির সঙ্গে নুইয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর, ভূট্টা, পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ফসল ও সবজি।ঝরে পড়েছে সজনে ও আমের মুকুল। কোনো কোনো বাগানে আম গাছের ডালপালাও ভেঙে পড়েছে। ভেঙ্গে পড়েছে পাহাড়ী অঞ্চলের গাছপালা।
এদিকে ফসলের পাশাপাশি বাগান এলাকার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের দেয়াল ভেঙে গেছে, উড়ে গেছে ছাউনি। ফোকা হয়ে গেছে ঘরের টিন। গতকাল সোমবার ভোর রাতে শিলাবৃষ্টি হয়। পাশাপাশি ঝড়ও হয়। কয়েকজন কৃষক বলেন, শিলা বৃষ্টিতে মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টিতে গাছের পাতা পর্যন্ত ঝড়ে গেছে। মাঠের সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা সহজেই এ ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না।