Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভূমি পুনরুদ্ধার অধ্যাদেশ ১৯৭০ মূলে উচ্ছেদ মামলা রুজুর সুপারিশ ॥ জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাশকে সরকারী জমি থেকে উচ্ছেদে আর বাধা রইল না

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাশকে সরকারী জায়গা থেকে উচ্ছেদে আর কোনো বাধা রইল না। নিজের সাড়ে ৫শতক জায়গা দেখিয়ে সরকারের অন্তত ৮৬ শতক জায়গা জোরে বলে দখল করে আসছিলেন কৃপেন্দ্র দাস। কৃপেন্দ্র দাসের দখল করা সরকারের জায়গা দিয়ে বৃহৎ একটি জনগোষ্টির গোপাট এবং মাঠ থেকে কৃষকদের ধান উত্তোলনের একমাত্র রাস্তা ছিল। সেটি প্রায় বন্ধ করে পুকুর ও বিভিন্ন ফলমূলের চাষাবাদ করে আসছিলেন কৃপেন্দ্র দাস। এলাকাবাসীর পক্ষে সরকারী জায়গা উদ্ধারে আবেদন করা হয়েছিল। আবেদনের পক্ষে প্রতিবেদন আসলেও অজ্ঞাত কারনে কৃপেন্দ্র দাসকে উচ্ছেদ করা হয়নি। পরবর্তীতে গ্রামবাসীর পক্ষে অঞ্জন দাস সরকারের জায়গা পুনরুদ্ধারে এবং এলাকার কৃষকদের সুবিধার্থে গোপাটটি অবমুক্ত করার আবেদন জানান। বিষয়টি তদন্ত করেন বানিয়াচং এর এসি ল্যান্ড ইফফাত আরা জামান উর্মি। তিনি সার্ভেয়ার দিয়ে পুরু গোপাটসহ আশপাশের জমি পরিমাপ করান। সার্ভেয়ার সরকারের খাসভুক্ত জমি লাল কালি দিয়ে চিহ্নিত করেন। সার্ভেয়ারের স্কেচ ম্যাপে কৃপেন্দ্র দাসকে অবৈধ দখলকার হিসাবে উল্লেখ করা হয়। এসি ল্যান্ড ইফফাত আরা জামান উর্মি ২৬/১/২০২২ ইং তারিখে ভূমি পুনরুদ্ধার অধ্যাদেশ ১৯৭০ অনুযায়ী কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে রুজুকৃত উচ্ছেদ মোকাদ্দমা নং ২ এর বিপরীতে তাকে সরকারের খাস খতিয়ানভূক্ত জায়গা থেকে উচ্ছেদের সুপারিশ পাঠান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ উচ্ছেদ সংক্রান্ত নথি অনুমোদনের জন্য গত ২০/২/২০২২ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেন। কৃপেন্দ্র দাসকে সরকারের খাস জমি থেকে উচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। কৃপেন্দ্র দাস শক্তির মহড়া দিয়ে দীর্ঘদিন যাবত সরকারী গোপাট ও খাস জমি দখল করে পুকুর দেন, পুকুর পাড়ে ফল মুলের বাগান করেন।