Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সায়হাম গ্রুপের পক্ষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় রোজাদারদের ইফতারের জন্য প্রায় ১৫ লাখ টাকা বিতরণ

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোহাম্মদ ফয়সল ও উনার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রায় ২ শর্তাধিক মসজিদ ও মাদ্রসায় রোজাদারদের ইফতারের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান মসজিদের ইমাম ও পরিচালনা কমিটির সভা/সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেন। এর আগে সায়হাম গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সারের কবর জিয়ারত এবং বিশেষ দোয়া করেন। এ সময় হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম শামীম, পৌর সভার মেয়র হাবিবুর রহমান, ধর্মঘর ইউ/পি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউ/পির সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, বুল্লা ইউ/পির সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আন্দিউড়া ইউ/পির হাজী অলিউল্লাহ, সুমন চৌধুরী, সাবেক ভাই চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সায়হাম গ্রুপের সিনিয়র সহকারি ব্যবস্থাপক ইশরাত চৌধুরী, বিশ^জিত দেবনাথ, মোস্তফা কামাল বাবুল প্রমুখ। সায়হাম গ্রুপের কর্ণধার বিশিষ্ট দানশীল আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল জানান- সায়হাম গ্রুপ আর্তমানবতার সেবায় সব সময়ই নিয়োজিত হয়েছে। মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমি আনন্দ পাই। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই আমার একমাত্র কাজ। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে বিগত বছরের তুলনায় এ বছর আর বেশী করে ঈফতার সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সপ্তাহ থেকে মাধবপুর, চুনারুধাট, নাসিরনগর ও শাল্লা উপজেলার একাংশের প্রায় ২০ হাজার পরিবারকে ঈফতার সামগ্রী দেয়া হবে ইনশাল্লাহ।