Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’দল ছাত্রের সংঘর্ষ ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল ছাত্রদের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। অপর আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও তার সহপাঠী তিন বন্ধু তোফায়েল, আলকাব ও এক ছাত্রী কলেজ ক্যাম্পাসে বসা ছিল। এ সময় ডিগ্রী ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সুহেল আহমেদের সাথে ইভটিজিংয়ের অভিযোগ নিয়ে ওই শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এরই জের হিসেবে উভয় পক্ষের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত হয়। প্রত্যক্ষদর্শী ছাত্র আতাউর রহমান বলেন, আমার ২০ বছরের জীবনে এমন হামলার ঘটনা আমি দেখিনি। হামলা হবে ঠিক থামানোর মানুষওতো থাকতে হবে। এমনটা চোখে পড়েনি। আহত হাবিবুর রহমান হাবিব বলেন, হামলাকারীরা স্থানীয়। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অতর্কিত হামলায় তার দুই বন্ধুসহ তিনি গুরুতর ভাবে আহত হন। অভিযুক্ত সোহেল আহমেদ বলেন, জনৈক ছাত্রীকে নিয়ে আপত্তিকর আড্ডার প্রতিবাদ করায় ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী হাবিব তার দুই সহযোগী নিয়ে তাকে নাজেহাল করে। এনিয়ে সাধারন শিক্ষার্থীরা প্রতিবাদ করলে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এনিয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন বলেন, হামলার ঘটনাটি দুঃখজনক। কলেজ অধ্যক্ষ ছুটিতে রয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।