Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প শুরু হয়েছে। গতকাল সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে এ সেবা কার্যক্রম শুরু হয়েছে উপজেলার মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ কদর আলী ও আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ূব আলীর বাড়িতে। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান-এর সার্বিক সহযোগিতায় এ কার্যাক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত। চিকিৎসা সেবা কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধীতা ও জন্মগত বিকলাঙ্গতা, বাত, ব্যথা, প্যারালাইসিস জনিত সমস্যা, মেরুদন্ড ঘাড়, কোমর, হাটু ও জয়েন্টের যে কোন ধরণের সমস্যা, পোলিও, স্ট্রোক জনিত প্যারালাইসিস, কথা বলতে সমস্যা ও মুখ বাঁকা, মাংস পেশী ও অন্যান্য জয়েন্টের আথ্রাইটিক্স জনিত ব্যথার বিনামূল্যে চিকিৎসা সেবা এবং অটিজম, সিপি ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি, অকোপেশনাল ও স্পীচ থেরাপি সেবা পাওয়া যায়। সরকারি অর্থায়নে পরিচালিত এ সেবা ক্যাম্পে নিয়োজিত আছেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হবিগঞ্জ-এর কিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. জিনাত ফারহানা, থেরাপি সহকারী গুনীনাথ সূত্রধর, টেকনিশিয়ান মাসুদ আলম, অফিস সহকারী মামুনুর রশীদ ও গার্ড মোঃ সাইদ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উল্লেখিত সেবাসমূহ ওই ক্যাম্পে পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।