Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের মশার কয়েল আগুন লেগেছিল বলে জানালেন ক্ষতিগ্রস্থ ছফি মিয়া

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির বেরীগাঁও গ্রামের দিনমজুর ছফি মিয়ার বসতঘরে দুর্বৃত্তরা আগুন দেয়নি। ঘরে জ¦ালানো মশার কয়েল থেকে আগুন লেগেছিল বলে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ছফি মিয়া। নবীগঞ্জ থানায় লিখিতভাবে এক আবেদনের তিনি এ জানিয়েছেন। আগুনের ঘটনায় তিনি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেন নি। পুলিশ ছফি মিয়ার দেয়া দরখাস্তের কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়- গত ২৩ মার্চ সন্ধ্যায় কুর্শি ইউপির বেরীগাঁও গ্রামের আছকর আলী ও তার পরিবারের লোকজনকে বেদরক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। ওইদিন গভীর রাতে ছফি মিয়ার বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার ছফি মিয়া নবীগঞ্জ থানায় মামলা দিতে আসেন। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে ছফি মিয়া তার ঘরে কেউ আগুন লাগায়নি বলে জানান। এবং অগ্নিকান্ডের ঘটনা লিখিতভাবে নবীগঞ্জ থানাকে অবহিত করেন। অবহিত করণ দরখাস্তে ক্ষতিগ্রস্থ ছফি মিয়া উল্লেখ করেন, তার বসতঘরে কেউ আগুন লাগায়নি, মশার কয়েল এর আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার সমিরন দাশ দরখাস্তের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে ছফি মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজন তার বসতঘরে আগুন দিয়েছে এমন কোন অভিযোগ তিনি করেননি।