Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহর থেকে বিপুল পরিমান জাল ওকালতনামা ও সিল উদ্ধার ॥ আটক ২

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে জাল ওকালতনামা সিলসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় ওই দোকানের মালিক অছিউর রহমান পালিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহীন সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতুসহ কয়েকজন আইনজীবি সদর থানাকে অবগত করলে সদর থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল ওকালতনামা ও বিভিন্ন ইউনিয়নের সীল জব্দ করেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অছিউর রহমানকে না পেয়ে তার অধীনস্থ কর্মচারী আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মোঃ মইনুল ইসলাম (২২) ও একই গ্রামের দীনেশ দাস (২৫) কে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের তথ্য অনুযায়ী এসব জাল ওকালতনামা উদ্ধার করা হয়। বেশ কয়েকজন আইনজীবিরা জানান, দীর্ঘদিন যাবত অছিউর এন্টারপ্রাইজ নামক ওই প্রতিষ্ঠানটি থেকে একটি চক্র ওকালত নামা জাল করে আইনজীবি তাদের সহকারী ও বিচারপ্রার্থীদের সাথে প্রতারণা করে আসছিল। এরই প্রেক্ষিতে আইনজীবিরা গোপনে তথ্য সংগ্রহ করতে শুরু করে। গতকাল তারা নিশ্চিত হন এই প্রতিষ্ঠানে এসব জাল ওকালত নামা রয়েছে। আইনজীবিরা জানান, বন্ধের দিনে কিছু আইনজীবি ও তাদের সহকারীরা কোর্ট হাজতের লকাফে ঘুরাফেরা করে। কোন মক্কেলরা আসা মাত্রই তাদের প্রতারণার ফাদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমনকি বিভিন্ন প্রলোভন দিয়ে পুলিশ কর্তৃক ধৃত আসামীদের টিপসই ও স্বাক্ষর ওকালতনামায় নিয়ে কোর্ট খোলা মাত্রই ফুটাব দাখিল করে। এই কারণে বিচার প্রার্থীদের প্রকৃত আইনজীবিরা বিরম্বনায় পড়েন। আর বন্ধের দিনেই এসব দোকান থেকে ওকালতনামা স্বল্প মূল্য ক্রয় করে থাকে। কিন্তু আইনজীবি সমিতি থেকে নিষেধ আছে বন্ধের দিনে কোর্ট হাজতে কোন ওকালতনামা স্বাক্ষর নেয়া যাবে না এবং কোন দোকানে ওকালতনামা বিক্রি করা যাবে না। তারপরও কৌশলে কয়েকজন ব্যবসায়ীরা এসব ওকালতনামা বিক্রি করে। এ বিষয়ে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি মনজুর উদ্দিন শাহীন জানান, বিষয়টি আমরা পুলিশকে জানালে সাথে সাথে ঘটনাস্থলে আসে। তিনি ও সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহী সেতুসহ অনেক আইনজীবিরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে সহযোগিতা করেন। সম্পাদক ফরহাদ এলাহী সেতু জানান, এই জালিয়াত চক্রের সাথে যারা সকলকেই আইনের আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ জানান। ওসি মাসুক আলী জানান, আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কোন মামলা হয়নি। মামলা পাওয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।