Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মনু মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- করেছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। অর্থ দ-প্রা– মনু মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের বাসিন্দা। জানা যায়- নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে এক্সভেটর মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কর্তন করে আসছিলেন সমরগাঁও গ্রামের মনু মিয়া। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে বাজকাশারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে মনু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।