Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পণ্যের মূল্য বৃদ্ধি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২২ হাজার টাকা অর্থদন্ড

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠাকে অর্থদ- করা হয়েছে।
গতকাল সোমবার (২১ মার্চ) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদ- করা হয়েছে। জানা যায়- তেল, চিনি, ডাল ইত্যাদিসহ বাজার মনিটরিং, মেয়াদ উত্তীর্ণ পণ্য প্রতিরোধ, ভেজাল পণ্য, কোন প্রকার লাইসেন্স ব্যতীত, মূল্য ও মেয়াদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তা ফরহাদ হোসেন সহকারে একদল পুলিশ নবীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ৫টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।