Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ হল রুমে কুর্শি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এর সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন এর বিট অফিসার এসআই সমীরন চন্দ্র দাস এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ও নবীগঞ্জ-বাহুবল সার্কেল আবুল খায়ের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা দেব নাথ, মাওলানা কাজী মাহবুব, আলী আজম রায়হান মির্জা কাদিম, ইউপি সদস্য বাবলু আহমদ, আবুল কালাম মিঠু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুর্শি ইউনিয়নের সহকারী বিট অফিসার এসআই লুৎফুর রহমান, এসআই মোঃ সিরাজুল ইসলাম, হাজী তাইদুর রহমান, মতব্বির আলী সরদার, হাজী আব্দুল হাসিম, মির্জা মারুফ, ফারুক মিয়াস প্রমূখ। সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বলেন, পুলিশিং সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। এর ফলে এলাকায় জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ সহ আইন শৃঙ্খল ার উন্নতি হবে। এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।