Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বরুন সিকদার ॥ হবিগঞ্জ শহরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পণ্যের মূল্য তালিকা চার্ট বোর্ডে প্রদর্শন না করার অপরাধে এ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজীদ এর নেতৃত্বে শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, শায়েস্তানগর কাচাবজার সহ বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে চৌধুরী বাজার এলাকায় কয়েকটি ভূষিমালের দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখার অপরাধে রনজীত ষ্টোরের মালিকে ২হাজার টাকা, সোহান ষ্টোরের মালিককে তিন হাজার, বাপ্পী ষ্টোরের মালিককে ৩ হাজার ও অভি ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঐ সব এলাকর আশপাশের বিভিন্ন মৎস্য, ফল ও কাচামালের দোকানগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য সহায়ক কর্মকর্তা বেলাল হোসেন, জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান, অফিস সহায়ক মোঃ নাজমুল ইসলাম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজীদ জানান, জনস্বার্থে এ অভিযান চলবে। মালিকদের সতর্কতা সহ আইনের বিধান অনুযায়ি নিম্ন জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমনটা পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।