Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভুল চিকিৎসায় বৃদ্ধের মৃত্যু চিকিৎসককে অবরুদ্ধ করে বিক্ষোভ

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভুল চিকিৎসার ফলে হাবিব উল্লা (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত চিকিৎসককে চেম্বারে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী। রবিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে এঘটনা ঘটে। মৃত হাবিব উল্লাহ (৬৫) ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রামের বাসিন্দা। রোগীদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রামের হাবিব উল্লা রবিবার দুপুরে হার্টের সমস্যা নিয়ে পল্লী চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লার চেম্বারে আসেন। এ সময় তার বুকে প্রচন্ড ব্যথা ছিল। এ সময় ওই পল্লী চিকিৎসক মুমুর্ষ রোগীকে রোগ নির্ণয় না করেই ইনজেকশন পুশ করেন। সাথে সাথে হাবিব উল্লা নিস্তেজ হয়ে পড়েন। পরে জ্ঞান না ফেরায় রোগীর স্বজনরা ওই বাজারের ডাঃ ফয়জুল হোসেনের কাছে নিয়ে আসলে তিনি ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ওই বৃদ্ধ’র স্বজন ও এলাকাবাসী কথিত চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লাকে তার চেম্বারে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পরে স্থানীয় লোকজন এ বিষয়টি সুষ্ঠভাবে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি সাময়িক স্বাভাবিক হয়। এ ঘটনার পর থেকে রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে কথিত চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লা’র মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, প্রায় ১০ বছর পূর্বে ইনাতগঞ্জ বাজার ফাতেমা ফার্মেসীতে এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে কথিত চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লা চিকিৎসা কার্যক্রম পরিচালনা শুরু করেন। পরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তৎক্ষালিন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক ওই কথিত চিকিৎসকের ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এমবিবিএস ডিগ্রীর সনদ দেখাতে ব্যর্থ হলে ভুয়া এবং প্রতারনা করে চিকিৎসা পরিচালনা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কথিত চিকিৎসককে মিজানুর রহমান আব্দুল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।