Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে অস্বচ্ছল পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে ১ কোটি পরিবারের উপকার ভোগীদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১২ টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার ও এএবিসি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কার্ডধারী সর্ব মোট ৬৩০৩ জনের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা ম্যাজেষ্টিট ইবান আহমেদ, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোবারুল হোসেন, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি জানান, প্রথম দিনে ১১৯২ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে। আর কার্ডধারীর বাহিরে কাউকে টিসিবি পণ্য দেয়া হবে না। যদি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জানা যায় প্রতি প্যাকেটে ২ লিঃ সয়াবিন তৈল ১১০ টাকা মূল্যে ২ কেজি চিনি ৫৫ টাকা কেজিতে ও ২ কেজি মসূর ডাল ৬৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।