Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভাপতি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েল, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ নাজমুল হক কামাল, ব্যাংকার এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যাংকার ও সংগঠক শাহ জয়নাল আবেদীন রাসেল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি নূরুল হক কবির, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, সাংবাদিক সাইফুর রহমান তারেক, নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন-বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি প্রকাশিত হওয়ার পর থেকে বস্তনিষ্ট সংবাদ প্রকাশ করে আসছে। বর্তমানে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিকগুলোর মধ্যে উন্নতম এবং পত্রিকাটি পাঠক প্রিয়তা অর্জন করেছে। তিনি পত্রিকাটি সাফলতা কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ জনপ্রিয় এই পত্রিকাটির প্রকাশনায় যারা জড়িত রয়েছেন তাদের সফলতা কামনা করেন। আলোচনা সভাপতি শেষে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর একমাত্র পুত্র ফারহান কারিম চৌধুরী লাবিবকে সাথে নিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।