Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধি-এই শোগানকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা ২০১৪। হবিগঞ্জের নিমতলা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই বৃক্ষ ও ফলদ বৃক্ষ মেলা চলবে।
মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামরুল আমীন। এছাড়াও সাবেক পৈার চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও বিটিভির জেলা প্রতিনিধি মো. আলমগীর খান অনুষ্ঠানে বক্তব্য দেন।
স্থানীয় নার্সারী মালিকগণের অংশগ্রহনে বৃক্ষ মেলা ও আমাদের মানবজীবনে গাছের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সংসদ সদস্য মো. আবু জাহির প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশের স্বপ্ন সবার সামনে উপস্থাপন করেন। তিনি প্রত্যেকের বাড়িতে কমপক্ষে তিনটি গাছ ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপনের তাগিদ দেন। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশের পরিবেশ সংরক্ষণ, জণগনের পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ, কাঠের চাহিদা মেটানো, রফতানি আয় বৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃক্ষরোপন কর্মসূচি অতি গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি পুলিশ সুপার কামরুল আমীন অক্সিজেন হিসেবে বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। বক্তৃতা শেষে সংসদ সদস্য মো. আবু জাহির ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন এবং স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।