Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সাবেক চেয়ারম্যান আশিক মিয়ার বিরুদ্ধে দুদক ও ইউএনও-এর নিকট অর্থ আত্মসাতের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি বরাদ্ধ আতœসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের মোঃ আলীনূর পাশা সম্প্রতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দূর্নীতি দমন কমিশনে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৬-২০২১ ইং পর্যন্ত মোঃ আশিক মিয়া চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সরকার কর্তৃক ইউপি অফিসে সর্ব-প্রকার প্রজেক্ট আসলে তা থেকে নিজের ভাগের বরাদ্দকৃত অংশ নিয়ে যান। এবং সেই বরাদ্দকৃত টাকা কাজ না করিয়ে আত্মসাৎ করেন। এমনকি তিনি সেখানেই সীমাবদ্ধ থাকেন না, ইউপি সদস্যের প্রজেক্টেও হাত দেন। এসব বিষয় নিয়ে ইউপি সদস্যদের সাথেও একাধিকবার মনোমালিন্য হয়েছে। লাইটপোস্ট, খাবিকা, সড়ক থেকে সরকারি গাছ কর্তন সহ বিভিন্ন প্রকল্প থেকে চেয়ারম্যান আশিক লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সরকারি বরাদ্দের মধ্যে এল.জি.এস.পি খাতে বরাদ্দকৃত রাস্তা, ইউনিয়ন পরিষদের অধীনে কয়েকটি নলকূপ, সৌর বিদ্যুৎ, ষ্টিট লাইট, কয়েকটি স্যানিটেশন এগুলোর সংখ্যা ও কোথায় স্থাপন করা হয়েছে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি। এ সব খাত থেকে চেয়ারম্যান প্রায় ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন।
আবেদনকারী আলীনুর পাশার জানান, সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার এরকম কর্মকান্ডের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় আবেদন করলেও আজ অবধি এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।