Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ১৩ বছর ধরে এক্স-রে মেশিন নষ্ট ॥ দুর্ভোগে রোগী

আবুল কাসেম, লাখাই থেকে ॥ দীর্ঘ ১৩ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন। নেই চালানোর জন্য একজন রেডিওগ্রাফার। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ এক্স-রে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটি স্থাপনের পরে একটি এক্স-রে মেশিন চালু করা হয়। এরপর ২০০৯ সালের এক্স-রে মেশিনটি বিকল হয়ে যায়। পরে টেকনিশিয়ানরা এক্স-রে মেশিনটি মেরামতে ব্যর্থ হলে, দীর্ঘ প্রায় ১৩ বছর বন্ধ থাকে এক্স-রে সেবা। গত বছর ওই এক্স-র মেশিন টিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। হাসপাতালের রেডিওগ্রাফার বদলি হয়ে চলে গেছেন অন্যত্র। দীর্ঘদিন ধরে হাসপাতালটির এক্স-রে মেশিন নষ্ট থাকায় সেবা পাচ্ছে না এলাকাবাসী। তারা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে শহরের বেসরকারি বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্র থেকে এক্স-রে করাচ্ছেন। উপজেলার পূর্ব বুল্লা গ্রামের শিবলী মিয়া জানান, কয়েকদিন আগে মোটরসাইকেল চালাতে গিয়ে তার পায়ে ব্যাথা পায়। চিকিৎসা নিতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু হাসপাতালটির এক্স-রে মেশিনটি বিকল থাকায় বাইরে থেকে এক্স-রে করান তিনি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা জামান বলেন,অনেক দিন ধরে এক্স-রে মেশিন টি নষ্ট হয়ে পরে আছে।গত বছর ওই মেশিন টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি। এক্স -রে মেশিন টি ফেলে সঠিক সেবা পাবে জনগণ।