Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আউশকান্দি আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র ১৩৫৬/৮৮ইং এর আওতাভূক্ত নবীগঞ্জের আউশকান্দি আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আউশকান্দি হিরাগঞ্জ বাজারস্থ মা শপিং কমপ্লেক্সে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তজমুল হক, সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ তাহিদ মিয়া ও মোঃ আব্দুল হাকিম। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে শাহ ইসমাইল হোসেন ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ লেচু মিয়া মুন্সি আম প্রতিক নিয়ে ৩২ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে রিক্সা প্রতিক নিয়ে ৬৭ ভোট পেয়ে মোঃ মোজাহিদ মিয়া নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আজিজুল রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে ২৮ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বদ্বিতায় মোঃ নয়ন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আব্দুল বাছিদ, শ্রম ও কল্যাণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন। কার্যকরি কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ জন। তারা হলেন- মোঃ নজরুল ইসলাম, মোঃ শিপন আহমেদ, মোঃ মোঃ আব্দাল মিয়া ও ইসমাইল হোসেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ও অফিস সহকারি শহিদুর রহমান লাল। নির্বাচন পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সহ-সাধারণ সম্পাদক দিয়ারিস মিয়া, প্রচার সম্পাদক আলী হোসেন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরি কমিটির সদস্য মোজাম্মেল হোসেন, আহমেদ চৌধুরী ছায়েদ, আব্দুল আহাদ, সেলিম আহমেদ প্রমূখ। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী বলেন-শ্রমিকরা গনতন্ত্রে বিশ্বাসী। তাই নেতৃত্বও নির্বাচিত হয় গনন্ত্রাতিক প্রক্রিয়া। আউশকান্দি আঞ্চলিক কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।