Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহার দাবি ॥ বাহুবলে ছাত্রলীগ নেতাকর্মীদের থানা ঘেরাও ॥ স্মারকলিপি প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল থানা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৪টার দিকে থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ-এর নেতৃত্বে নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে থানা ঘেরাও করে।
বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু ও একই পরিষদের মেম্বার আব্দুর রহিম (ময়না) স্থানীয় ভেরবীকোণা গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করার সুবাদে অধিপত্য বিস্তার নিয়ে উভয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ১জুলাই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু’র পিতা আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বাহুবল মডেল থানায় মেম্বার আব্দুর রহিম (ময়না), তার পুত্র বাহুবল থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদ সহ ২৫ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। অপরদিকে, আব্দুর রহিম (ময়না মেম্বার) বাদী হয়ে চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু ও তার পিতা তাজুল ইসলাম চৌধুরীসহ ৩৪ জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেন। মামলা দু’টি তদন্তাধীন আছে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বিকালে বাহুবল থানা ছাত্রলীগ এক সভায় মিলিত হয়ে থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদ-এর উপর দায়েরকৃত চাঁদাবাজি মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানায়। সভাশেষে নেতাকর্মীরা শ্লোগান সহকারে বাহুবল মডেল থানা ঘেরাও করে। এ সময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম-এর মাধ্যমে পুলিশ সুপার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চাঁদাবাজি মামলার বাদী তাজুল ইসলাম চৌধুরীকে বাহুবল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি উল্লেখ করে মামলাটিকে মিথ্যা দাবি করে অবিলম্বে প্রত্যাহার দাবি করা হয়েছে।