Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী আটক মোবাইল কোর্টের ৩ মাসের কারাদন্ড ॥ গোয়াল ঘরের গর্তের নিচে গাঁজা সংরক্ষণ

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় গাঁজাসহ পূর্ণিমা রানী দাস (৪৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত ১০টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত- পূর্ণিমা রানী দাস উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনারপুর গ্রামের মতিলাল দাসের স্ত্রী। জানা যায়- মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনারপুর গ্রামে পূর্ণিমা রানী দাসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ণিমা রানী দাসের গোয়ালঘরের মাটির নিচের গর্ত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন – পূর্ণিমা রানী দাসের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের মাটির নিচের গর্ত থেকে গাঁজা উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণ করেছিলেন বলে তিনি প্রাথমিক ভাবে মোবাইল কোর্টের কাছে স্বীকার করেছেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয় এবং উদ্ধার হওয়া গাঁজা ধ্বংস করা হয়।