Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাঝে বিসমিল্লাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, আল করিম ফার্মেসীকে ৩ হাজার টাকা, একতা ফার্মেসীকে ৫ হাজার টাকা, বাপ্পী বয়লারকে ৩ হাজার টাকা, রাসেল স্টোরকে ৬ হাজার টাকা ও প্রাইম ফুডকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও র‌্যাব-৯ এর সহযোগিতায় চুনারুঘাট উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, অহেতুকভাবে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। চুনারুঘাটে পেয়াজের আড়ৎ, ব্রয়লার মুরগির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেবানন্দ সিনহা।