Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সার ও বীজ বিতরণকালে এমপি আবু জাহির এত উন্নয়ন কর্মকান্ড একটি কূচক্রীমহল চোখে দেখে না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার বিভিন্নভাবে প্রনোদনা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ গরীব ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছি। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ, ব্যাংকের মাধ্যমে কৃষকদের আর্থিক সহযোগিতাসহ এত উন্নয়ন কর্মকান্ড একটি কূচক্রীমহল চোখে দেখে না। এমপি আবু জাহির আওয়ামীলীগ সরকারের উন্নয়নে কৃষক ভাইদের সহযোগিতা করার আহব্বান জানান।
গত রবি ও সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রঙ্গনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অলক কুমার চন্দের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইশবাল, চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, আবুল কালাম বাবুল, কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সামাদ মেম্বার, আক্তার মিয়াসহ কৃষি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উফশী রোপা আমন অথবা ১০ কেজি নেরিকাধান বীজ প্রদান করা হয়।