Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সরকারী বিল দুই ভাগ করে রাস্তা নির্মাণ ॥ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করগাঁও উপজেলার ইউনিয়নের মুক্তাহার গ্রামে সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত (৩০ জানুয়ারী) ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফনি ভূষন দাশ হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের এই গ্রামের ১নং খতিয়ানের জমি রয়েছে। যার দাগ নং ২৪২৪ চতলী/গর বিল নামে পরিচিত। এই দাগটি ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। অভিযোগে আরো বলা হয়, সরকারী বিল দুই ভাগ করে একই গ্রামের বাসিন্দা আশিষ দাশ নামে এক ব্যক্তি বিলের উপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করেছেন। তাঁর ইচ্ছেমত বিলের জায়গা দখল করা শুরু করেছে। যাহা সরকার বাহাদুরের ও সাধারণ জনগনের অত্যন্ত তির কারণ। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে গ্রামবাসীর পক্ষে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয়েছে। সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণ সম্পর্কে জানতে চাইলে আশিষ দাশ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের কতিপয় ব্যক্তিদের ইন্ধনে আমার বিরুদ্ধে নানা মিথ্যাচার করা হচ্ছে।