Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলার মার্কুলী গ্রাম থেকে মৃত্যুর ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মার্কুলী গ্রাম থেকে মৃত্যুর ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
গতকাল দুপুর ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে মার্কুলি পুলিশ ফাড়ির সহযোগিতায় কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৭ বৎসর পূর্বে একই গ্রামের ইদ্রিস মিয়ার কন্যা ফাতেমা বেগম (২৫) এর সাথে ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র মানিক মিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ৩টি পুত্র সন্তান। প্রায় ১ বছর পূর্বে মানিক মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে তার শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রায় ২ মাস পূর্বে শ্বশুর বাড়িতে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শ্বশুর বাড়ির লোকজন তড়িগড়ি করে নামিয়ে ফেলে। পরে মানিকের মা কে খবর দেয়। মানিকের মা সেখানে গিয়ে ছেলের মৃতদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে নিষেধ করেন। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তড়িগড়ি করে দাফন করে ফেলে। এঘটনায় মানিকের মা মাফিয়া বাদি হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনের নির্দেশ দিলে গতকাল সোমবার দুপুরে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়।