Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আবারও বন্যপ্রাণী হত্যা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে আবারও গন্ধ গোকল প্রজাতির একটি নিরীহ বন্য প্রাণীকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রাণীটিকে একটি সরিষা ক্ষেতে হত্যা করা হয়। তবে, প্রাণীটিকে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। এলাকাবাসী জানান, ঘটনার দিন বেলা এগারোটার সময় প্রাণীটি তারা গ্রামের মাঠে মৃত অবস্থায় দেখতে পান। কাউছার আহমেদ নামের একজন ফেইসবুকে প্রাণীটির ছবিসহ পোস্ট করলে বনবিভাগ তা জানতে পারেন। পরে সাতছড়ি বন কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ বনবিভাগের একদল কর্মী ঘটনাস্থলে আসেন। বিষয়ে তদন্ত করলে কেহই মুখ খোলেননি। পরে তারা চলে যান। বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, চুনারুঘাটে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে মাইকিং, লিফলেট বিতরণ ইত্যাদি করা হয়েছে। ইতিমধ্যে বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। তবুও লোকজন সচেতন হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। গন্ধ গোকল খুবই নিরীহ প্রজাতির প্রাণী। নিশাচর এ প্রাণীটি মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। এর আগে গত ১৫ জানুয়ারি উপজেলার নুর মোহাম্মদ পুর গ্রামে একটি বন বিড়াল ও ২২ জানুয়ারি কাচুয়া গ্রামে একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়।