Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে আইন-শৃংখলা সভায় এমপি আবু জাহির ॥ অপরাধ দমনে সমন্বিতভাবে সকলকে কাজ করার নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সবধরণের অপরাধ দমনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
সভায় এমপি আবু জাহির বলেন, লাখাই উপজেলাটি দাঙ্গা প্রবণ, দীর্ঘদিন এমন দুর্নাম ছিল। জনপ্রতিনিধি ও প্রশাসনের আন্তরিকতায় সেই দুর্নাম অনেকটা দূর হয়েছে। আগামী দিনেও মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও বাল্য বিয়েসহ বিভিন্ন অপরাধ দমনে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি আরও বলেন, অবহেলিত লাখাই উপজেলা আওয়ামী লীগ সরকারের আমলে আলোকিত হয়েছে। সিলেট বিভাগে পরিচিত পেয়েছে এ উপজেলা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতেই লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন, আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ নোমান মিয়া, আজাদ হোসেন ফুরুক, আব্দুল কুদ্দুছ ও অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।