Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংবর্ধনা সভায় ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল ॥ নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল। তিনি বলেন- মাদকসেবীদের পক্ষে যারা তদবির করবেন তাদেরকেও চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা হবে, একটি সমাজকে রক্ষার জন্য মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার বিকল্প নেই। তারা দেশের শত্রু, সমাজের শত্রু, পরিবারের শত্রু। নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখলা গ্রামে আয়োজিত সংবর্ধনা সভায় ইউপি চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়ে দেন, পুর্ব ইটাখলা গ্রামেই ৫০ জন মাদকসেবী ও মাদককারবারী রয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা ছাড় পাবে না, কোনো তদবির কাজে আসবে না। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর সৈয়দ মোঃ সোহেলকে প্রথম সংবর্ধনা প্রদান করে মামুন এন্টারপ্রাইজ। একই সাথে ইউনিয়নের নারী সদস্য শ্যামলী রাণীসহ এলাকার ১৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধণা প্রদান করা হয়। গত ৮ ফেব্রুয়ারী রাতে পূর্ব ইটাখলার বিশিষ্ট মুরুব্বী আব্দুল আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেবল এসব কথা বলেন। মামুন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মামুন রেজা বলেন- গুনি মানুষদেরকে মুল্যায়ন করলে গুনি মানুষ তৈরী হয়, আমরা সব সময় সাদা মনের মানুষের পাশে থাকব, মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যানের মাদক বিরোধী যুদ্ধে আমরা সহযোদ্ধা হিসাবে কাজ করব। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা জয়নুল আবেদিন, হাবিবুর রহমান, আব্দুর মালেক তারা মিয়া। সংবর্ধনা সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।