Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র ॥ সদর হাসপাতাল থেকে আটক ৪

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একটি সংঘবদ্ধ নারী ছিনতাইকারী সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই তারা সদর হাসপাতাল, শপিং মলসহ বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও জনসমাগম এলাকায় বিচরণ করে। সুযোগ পেলেই মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও ব্যাগ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাদের দলে ৪/৫ জন নারী উপস্থিত থাকে এবং একজন পুরুষ গডফাদার থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেই তাদেরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এই চক্রটি অভিনব কায়দায় বিভিন্ন স্থানে এসব কাজ চালিয়ে যায়।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে বর্হিবিভাগে জনৈক শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় চার মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তম মধ্যম দিয়ে জনতা তাদেরকে সদর থানায় সোপর্দ করে। আটকরা হল, বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল দৌলতপুর গ্রামের চাকুরিচ্যুত পুলিশ সদস্য শাহ আলমের স্ত্রী সুফিয়া আক্তার (২২), মনির মিয়ার স্ত্রী রুবি আক্তার (৩০), আব্দুর রহিমের স্ত্রী খেলা বেগম (২৮) ও সারাজ মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৩০)। পুলিশ জানায়, ছিনতাই বা চুরির অভিযোগে জনতা থানায় দিয়ে যায় ঠিকই কিন্তু কেউ মামলা না দেয়ায় তারা ছাড়া পেয়ে যায়। পুলিশ তাদেরকে ৫৪ ধারা কিংবা ৩৪ ধারায় কোর্টে পাঠায়। কিন্তু বড় কোনো মামলা না দেয়ায় এসব ধারায় সহজেই জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কাজ করে।