Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিবপাশা ইউনিয়নে খুচরা সার বিক্রেতা লাইসেন্স প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে খুচরা সার বিক্রেতা লাইসেন্স প্রদানে স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে এ লাইসেন্স দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ কর্ াহয়েছে।
শিবপাশা ইউনিয়নের ব্যবসায়ি শোয়েব মিয়া, মো. মহিউদ্দিন, মো. রুমান মিয়া, ফজল মিয়া, আমজাদ হোসেন, লিলু মিয়া, নাজিম উদ্দিন ও জহিরুল ইসলাম গতকাল রবিবার জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ প্রদান করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন যাবত শিবপাশা ইউনিয়নের সার বিক্রেতা লাইসেন্সধারীদের সাথে যৌথভাবে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। গত ২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবপাশা পাঁচ খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিল করে নতুন করে উপযুক্ত ব্যবসায়িদের লাইসেন্স দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি মোতাবেক ৫টি লাইসেন্সের জন্য শিবপাশা ইউনিয়নের ১৯ জন আবেদন করেন।
গত ৩ ফেব্রুয়ারি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ও শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে লাইসেন্স প্রদান করেন।
লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, যে ৪জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে এদের কেউই প্রকৃত ব্যবসায়ি নন। এমনকি শিবপাশা বাজারসহ অত্র এলাকায় তাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। এরা বাজার ব্যবসায়ি সমিতির কোন সদস্যও নয়। যে ৪জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে এদের একজন ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের জামাতা। এমনকি ওই ইউনিয়নের ১নং ও ৮নং ওয়ার্ডে কোন খুচরা সার বিক্রেতারকে লাইসেন্স কাউকে দেয়া হয়নি। পাশাপাশি ৬নং ও ৯নং ওয়ার্ডে একজন করে লাইসেন্সধারী বিক্রেতা থাকা সত্ত্বেও নতুন করে আরেকজন করে বেআইনীভাবে লাইসেন্স পাইয়ে দিয়েছেন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান।
অভিযোগকারী ব্যবসায়িগণ নিজেদেরকে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত উল্লেখ করে বলেন, তারা দীর্ঘদিন যাবত শিবপাশা বাজারে সার-বীজ-কীটনাশকের ব্যবসা করছেন। কিন্তু তাদেরকে লাইসেন্স প্রদান না করায় তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখিন। বর্তমানে কৃষকদের নিকট তাদের লাখ-লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। এমতাবস্থায় অভিযোগকারীরা গত ৩ ফেব্রুয়ারি আজমিরীগঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির দেয়া লাইসেন্স বাতিল করে তাদেরকে পুর্নবিবেচনা করার আবেদন জানান।