Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক পাচারকারী ও গ্রহনকারী কাউকে ছাড় দেয়া হবে না-লেঃ কর্ণেল কাজী আরমান

মাধবপুর প্রতিনিধি ॥ ৫৫ বর্ডার গার্ডের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আরমান হোসেন বলেছেন-বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশা-পাশি মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। মাদকের ফলে অনেক সাজানো পরিবার ধবংস হয়ে যাচ্ছে। তাই মাদক পাচারকারী ও গ্রহনকারী কাউকে ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে সমাজের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রোববার মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে চোরাচালান বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। মনতলা বিওপির কোম্পানি কমান্ডার সিরাজ উদ দৌলার সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাজীব দেব রায় রাজু, সাংবাদিক শামীম চৌধুরী, নায়েক সুবেদার মেজবাউল, মহিউদ্দিন, দবির উদ্দিন, ইউপি সদস্য মাশুক মিয়া, নাসির উদ্দিন জলিল, আব্দুর রউফ প্রমুখ। পরে দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে দোয়া করা হয়।