Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফান্দ্রাইলে হত্যা মামলার আসামি লিমন কিশোরগঞ্জে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে ওরসে আফজাল চৌধুরী নামের এক চালক হত্যা মামলার অন্যতম আসামি লিমন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোঃ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাদিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ওই গ্রামের তাহের আলীর পুত্র। উল্লেখ্য ওই গ্রামের এক মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে সাইফুল ইসলাম ও সেফুল নামের দুই ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জানুয়ারি মধ্যরাতে আষেরা গ্রামের পাঁচ পীরের মাজারে ওরশ চলাকালীন সময়ে বাউল গানের আসরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আফজাল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। গত ১০ জানুয়ারি রাত ১টার দিকে ওই গ্রামে ওরসে আফজাল চৌধুরীকে হত্যা করা হয়। এ ব্যাপারে আফজালের ভাই লাউছ চৌধুরী বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার হুকুম দায়ি আসামি আলতাফ চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ১৪ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ ইচালিয়া গ্রাম থেকে বিজয় চৌধুরী (২২) নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেফতারকৃত ওই আসামী সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে। তদন্তকারী কর্মকর্তা জানান, তাকে রিমা-ে এনে মূল রহস্য উদঘাটন করা হবে।