Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-আউশকান্দি সড়কে অচলাবস্থা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়নি। আউশকান্দি ও কুর্শি সিএনজি শ্রমিকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত ৫দিন ধরে হামলা পাল্টা হামলায় নবীগঞ্জ উপজেলা উত্তপ্ত হয়ে উঠছে। গত শুক্রবার সন্ধা রাতে বাস থেকে নামিয়ে শিপন মিয়া নামের আউশকান্দির এক শ্রমিককে প্রহার করেছে কুর্শির শ্রমিকরা। গতকাল শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির মালিক ও শ্রমিকরা প্রতিবাদ সভা করেছে। অপরদিকে কুর্শি ষ্ট্যান্ডের শ্রমিকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছে। এলাকাবাসী ও শ্রমিকরা জানান, সিএনজি শ্রমিকদের পরিশ্রমের টাকায় ভাগ বসানোর জন্য আউশকান্দি ষ্ট্যান্ডে কতিপয় নামধারী শ্রমিক চাঁদাবাজি করছে। চাঁদা দিতে কোন রকম হেরফের হলে শ্রমিকদের নির্যাতন করা হয়। মূলত শ্রমিক নামধারী চাঁদাবাজদের কারণেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। গত ৫দিন ধরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে চলাচলরত যাত্রীরা দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ। সেই সাথে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছেন সাধারণ মানুষ।