Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ হাওর থেকে ১০ লক্ষাধিক টাকা মুল্যের কারেন্ট জাল আটক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকালে সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান এর নেতৃত্বে বানিয়াচং সদরের আদর্শবাজার সংলগ্ন হাওড়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রায় ১০লাখ টাকা ম্যল্যের কারেন্ট জাল আটক করা হয়। পরে এগুলো উপজেলা পরিষদ মাঠে আগূন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে অন্যানের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, বানিয়াচং থানার এএসআই আব্দুল ছালাম, মৎস্য অফিস সহকারী হাবিবুর রহমান, জামাল উদ্দিন, ভূমি অফিস এর মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছেলেন। ভ্রাম্যমান আদালত এর ম্যাজিস্ট্রেট এবিএম মশিউর রহমান, সাংবাদিকদের জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সকলের অংশ গ্রহন থাকতে হবে। মৎস্যজীবি ভাইদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। পোনা মাছ গুলো মেরে ফেললে ভবিষ্যতে মাছের আকাল দেখা দিবে। একটু কষ্ট করে হলেও আমরা যেন পোনা মাছ ধরা থেকে বিরত থাকি।