Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ছাত্রলীগের সাবেক সভাপতির চেম্বারসহ ব্যবসা প্রতিষ্টানে চোরের হানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বেবিষ্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির চেম্বারসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। ঘন ঘন চুরির ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। জানা যায়, গত শুক্রবার গভীর রাতের কোনো এক সময় ওই এলাকার আলিফ হোটেলের নিচে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজ এর চেম্বারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে চোরের দল। তবে মূল্যবান জিনিস না থাকায় কোনো কিছু নিতে পারেনি চোর। তবে পাশ^বর্তী এলাকার অলিম্পিক টেলিকম ও নন্দন স্টোর থেকে নগদ টাকা, সিগারেট, মোবাইল কার্ডসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গতকাল শনিবার সকালে এসে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এ দৃশ্য দেখতে পান। তবে বেশিরভাগ চুরি সাটার, তালা ও গ্রিল ভেঙে সংঘটিত হচ্ছে। এলাকাবাসী জানান, শহরের বেশ কয়েকজন দুর্ধর্ষ চোর রয়েছে। এরা হল, রনি মিয়া, সাজিদ মিয়াসহ বেশ কয়েকজন। তাদেরকে আটক করলেই চুরি কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এ দুইজনকে ল্যাপটপ ও মোবাইল, স্বর্ণালংকারসহ পুলিশ আটক করে। কিছুদিন হাজতবাসের পর তারা বেরিয়ে এসে পুনরায় চুরিতে জড়িয়ে পড়ে। রনি ২নং পুলের বাসিন্দা হলেও ভোরে এসে চুরি করে চম্পট দেয়। তাই আইন শৃঙ্খলাবাহিনী অনেক সময় তাকে ধরতে পারে না। খবর পেয়ে সদর থানার ওসি মাসুক আলী, ব্যাকস সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীরসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান এবং চুরির ঘটনা দেখে আশ^স্থ করেন অচিরেই মুল রহস্য উদঘাটন করে চোরদের ধরা হবে। ইতোমধ্যেও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে কারাগারে প্রেরণ করে।