Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ আনন্দপুর কাকাইলছেও মৎস্যজীবি সমবায় সমিতির অভিনব প্রতারণা ॥ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বিল ইজারার আবেদন

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর কাকাইলছেও মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ উজান কুশিয়ারা ভাটি কুশিয়ারা গ্রুফ জলমহালটি ইজারা নিতে অভিনব প্রতারণায় আশ্রয় নিয়েছে। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে উক্ত বিলটি লীজ নিতে আবেদন করেছে উক্ত সমিতি। নিয়ম অনুযায়ী সমিতির মাধ্যমে ওই জলমহালটি ইজারা নিতে হলে নূন্যতম ২০ জন সদস্যের মাধ্যমে সমিতি গঠন করে অনলাইনে ভূমি মন্ত্রানালয়ের মাধ্যমে আবেদন দাখিল করতে হয়। উক্ত সমিতি ২০ জন সদস্য দেখিয়ে ওই জলমহালটি নিতে ভূমি মন্ত্রনালয়ে আবেদন করে, তাদের আবেদনে দাখিলকৃত ২০ সদস্যের মধ্যে ৮নং ক্রমিকে উল্লেখিত মোঃ ইদ্রিছ মিয়া গত ১১ অক্টোবর ২০২০ ইং তারিখে একটি টমটম দূর্ঘটনায় মারা যান। অথচ তাদের আবেদনে ওই ব্যক্তিকে জীবিত দেখানো হয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২০ ইং তারিখে একটি টমটম দূর্ঘটনায় মারা যান ইদ্রিছ মিয়া। তিনি আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তার ছেলে রুমেন মিয়া বাদী হয়ে সুকান্ত শুল্ক বৈদ্যকে বিবাদী করে আজমিরীগঞ্জ থানায় গত ১৩ অক্টোবর ২০২০ ইং তারিখে একটি মামলা দায়ের (মামলানং জিআর ৬৪/২০) করেন। প্রতারণার আশ্রয় নিয়ে উজান কুশিয়ারা ভাটি কুশিয়ারা গ্রুফ জলমহালের আবেদন করায় তাদের আবেদন বাতিলসহ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঝিলিক মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিপেশ মজুমদার। এ বিষয়ে নিপেশ মজুমদার এর সাথে আলাপকালে তিনি জানান, মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে সম্পুর্ন অন্যায় লাভের আশায় আনন্দপুর কাকাইলছেও মৎস্যজীবি সমবায় সমিতি উজান কুশিয়ারা ভাটি কুশিয়ারা গ্রুফ জলমহালটি ইজারা নিতে অভিনব প্রতারণায় আশ্রয় নিয়েছে যা সমিতির গঠনতন্ত্রের পরিপন্ত্রী। তাদের আবেদন বাতিলসহ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে গত ১৩ জানুয়ারী ২০২২ ইং জেলা প্রশাসক বরাবর তিনি লিখিত অভিযোগটি দায়ের করেন।