Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে পলাতক আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশ সদস্য আহত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পলাতক আসামী গ্রেফতার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং থানাধীন ৪নং ইউপির অন্তর্গত কুন্ডেরপাড় ব্রীজ সংলগ্ন মোজাহিদ মিয়ার মুদি দোকানে। আহত এমসআই চিত্ত রঞ্জনকে বানিয়াচং সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বানিয়াচং থানা সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারী সাড়ে ৩ টার দিকে বানিয়াচং থানায় কর্মরত এএসআই চিত্ত রঞ্জন বিশ্বাস সংগীয় এএসআই মহসিন মিজিসহ বানিয়াচং থানাধীন ৪নং ইউপির অন্তর্গত কুন্ডেরপাড় ব্রীজ সংলগ্ন মোজাহিদ মিয়ার মুদি দোকানে অভিযান পরিচালনা করে জিআর-১৯৭/১৯ (বানি) ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি যাত্রাপাশা এলাকার শামসুউদ্দিন মিয়ার ছেলে জুয়েল ওরফে এহিয়া (২৫) কে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার করে তার ১ হাতে হ্যান্ডকাপ লাগিয়ে অপর হাতে হ্যান্ডকাপ লাগানোর সময় আসামীর সহিত ধস্তাধস্তিতে এএসআই চিত্ত রঞ্জন নিচে পড়ে যায়। এ সময় ওই পুলিশ সদস্যের ডান অনামিকা আঙ্গুলের হাড় ফেটে যায়। গুরুতর আহতবস্থায় এএসআই চিত্ত রঞ্জনকে বানিয়াচং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি জুয়েল ওরফে এহিয়া থানা হেফাজতে আছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান আরো জোরদার করা হবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।