Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গোবিন্দপুর সেচ প্রকল্প বন্ধে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের তৎপরতা লক্ষণীয়

স্টাফ রিপোর্টার ॥ গোবিন্দপুর সেচ প্রকল্পের সেচ মেশিন বন্ধ করে দেয়া ও সেচ মেশিনের যন্ত্রপাতি ভাংচুরের বিষয়ে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদের বিরুদ্ধে ওই এলাকার ৩০৬ জন কৃষক একটি লিখিত অভিযোগ করেন পুলিশ সুপার বরাবরে। গত ১১ জানুয়ারী পুলিশ সুপার বরাবরে অভিযোগটি পৌছানো হয়। এলাকার কৃষকরা জানান, অভিযোগ দায়েরের পর এসআই মাহমুদ ক্ষুব্দ হয়ে প্রতিদিন দফায় দফায় ঘটনাস্থলে গিয়ে গোবিন্দপুর সেচ প্রকল্পে বাধা দিয়ে আসছেন। নিয়মিত পানি সেচে বাধা দেয়ায় কৃষকরা পানি পাচ্ছেন না। পানির অভাবে অনাবাদী থেকে যেতে পারে অনেক বোরো জমি। যে জমি গুলোতে বোরো রোপন করা হয়েছে পানির অভাবে সে জমিও ফেটে চৌচির হয়ে যেতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। সেচ মেশিন বন্ধের বিষয়ে আদালতের কোনো আদেশ আছে কি-না জানতে চাইলে তিনি তাও দেখাননি বলে অভিযোগ রয়েছে। যে কোনো মূল্যে বোরো আবাদ করতে চান সেচ প্রকল্পের আওতাভূক্ত ৫শ একর জমির মালিক শ্রমিকরা। ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বোরো জমি আবাদে উৎসাহী হন।
কৃষকরা জানান-চলতি বছর পুলিশী হয়রানীতে বোরো জমি আবাদে বাধাগ্রস্থ হচ্ছি আমরা। গোবিন্দপুর সেচ প্রকল্পের আওতাভূক্ত ৫শ একর জমির ধানের উপর নির্ভরশীল গোবিন্দপুর, রামপুর, মজলিশপুর, আওড়া, নাজিরপুর গ্রামের অধিকাংশ কৃষক। ধান উৎপাদনে বাধা সৃষ্টি করায় এলাকার কৃষকদের খাদ্যে ঘাটতি দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।