Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশাসনের অনুমতি না পাওয়ায় পইল মাছের মেলা হচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ১৩ জানুয়ারী থেকে বিধি আরোপ করা, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবং প্রশাসনের অনুমতি না পাওয়ায় এবারো পইল মাছের মেলা হচ্ছে না।
পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছের মেলা শত বছর ধরে হয়ে আসছে। এবারও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, সারাদেশে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ থাকা এবং প্রশাসন থেকে মেলার অনুমতি না পাওয়ার কারনে হচ্ছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলা না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎকন্ঠার পাশাপাশি স্বস্থিও রয়েছে।
অনেকেই মনে করছেন করোনার সংক্রমন রোধে মেলা না হওয়ায় ভাল হয়েছে আবার কেউ কেউ বলেছেন শত বছরের পুরনো মাছের মেলা না হওয়ায় এলাকাবাসি আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।
এ বিষয়ে পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, প্রশাসনের অনুমতি না পাওয়ার কারনে শতবছরের পইলে ঐতিহ্যবাহী মাছের মেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রশাসনের অনুমুতি পাওয়া গেলে আগামী বছর ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হবে।