Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনেশিয়ান সাইফুল হত্যার রহস্য এখনও উন্মোচন হয়নি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনেশিয়ান হত্যা মামলার রহস্য এখনও উন্মোচন হয়নি। মূলহোতা রয়ে গেছে এখনও অধরা। তবে পুলিশ দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করতে পেরেছে কি না তাও জানা নেই কারো। এদিকে বাদি বিষয়টি নিয়ে শংঙ্কিত হয়ে পড়েছেন। তার সহপাঠীসহ বিভিন্ন পেশার মানুষ মূল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আগামী ১৫ জানুয়ারি জেলায় মানববন্ধনের আয়োজন করেছে। ঘটনার পর কয়েকদিন মানববন্ধন করার পর তার সহকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে হবিগঞ্জ জেলাবাসীর একটাই দাবি এ হত্যার মূল রহস্য উদঘাটন করে যেনো প্রকৃত অপরাধীদের শাস্তি যেনো হয়।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর শহরের টাউন হল এলাকার প্রকাশ্যে সাইফুল ইসলাম (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বোন বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ জানিয়েছে। তাঁর সহকর্মীরা মনে করেন প্রকৃত খুনীদের ধরলেই মূল রহস্য উদঘাটন হবে। সে মাধবপুর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা। এক বছর ধরে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে টেকনোশিয়ান হিসেবে কর্মরত আছেন।