Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেফু’সহ ৪ জনের জামিন ॥ অতঃপর অন্য মামলায় শোনএরেস্ট থাকায় ফের কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে ২২ ডিসেম্বর বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় ওই দিন রাতেই গ্রেফতার হন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু। বিএনপি নেতা জাকির চৌধুরী, যুবনেতা শামীম আহমদ ও জেলা ছাত্রদল নেতা শাহীন আহমদ। পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (৯ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে আসামী পক্ষের আইনজীবি জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জিআর ২২৮/২১ মামলায় আসামীদের জামিন মঞ্জুর করেন। কিন্তু হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপর একটি মামলায় (জিআর ০১/২২ইং) আসামীদের শোনএরেস্ট দেখানোর কারনে ফের কারাগারেই থাকতে হচ্ছে উপজেলা বিএনপির শীর্ষ নেতা মুজিবুর রহমান শেফুসহ অন্যান্য আসামীরা। এ খবরে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তারা কারাবরণকারী সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন।