Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইনজীবীকে কুপিয়ে জখমের ঘটনায় আসামীদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর উপর হামলার ঘটনায় আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে আদালত। রবিবার সকালে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত এই ওয়ারেন্ট ইস্যুর আদেন প্রদান করেন। গত ১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার প্রতিবেশী লন্ডন প্রবাসী আবিদ আলী ও তার লোকজন। এতে গুরুতর আহত হলে নুরুল ইসলাম চৌধুরীকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও পরে ঢাাক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নুরুল ইসলাম চৌধুরী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত জখমী এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর মেডিক্যাল সার্টিফিকেট তলব করেন। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে মেডিক্যাল সার্টিফিকেট প্রেরণ করলে রবিবার বিজ্ঞ আদালতে শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আদেশ প্রদান করেন। এডভোকেট নুরুল ইসলাম তার প্রতিবেশী লন্ডন প্রবাসী আবিদ আলীকে ইমারত আইন মেনে বাড়ি নির্মাণের জন্য বলায় তার উপর এই হামলার ঘটনা ঘটে। উক্ত আবিদ আলী পৌরসভা থেকে অনুমোদন না নিয়েই মোহনপুর এলাকায় ৫তলা ভবন নির্মাণ করে বলে অভিযোগ রয়েছে।