Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিী পালন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব-ঐতিহ্য-সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ উপলক্ষ্যে গতকাল (৪ঠা জানুয়ারী-২০২২) মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কারানির্যাতিত ছাত্রনেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে আমেরিকার নিউইয়র্ক স্টেটের জ্যামাইকার স্মার্ট ক্যাপেতে এক কেক কাটা, নৈশভোজ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অহংকার শফিকুর রাহমান সাফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিক আফজাল। প্রধান বক্তা ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সদস্য ও সাবেক যুবলীগের আহবায়ক রেজাউল করিম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক আল আমীন আকন, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ জনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান মুরাদ, নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম শাহরিয়ার শুভ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম আলমগীর, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান মুরাদ, সিটি যুবলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি তালুকদার ডন, যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুল হাসান, সহ সম্পাদক স্বপ্নীল খান, সহ-সম্পাদক শরীফ আহমেদ, জুয়েল আহমেদ, সহ-সম্পাদক জাবেদ মিসবাহ, সহ-সম্পাদক শেখ সম্রাট নীল, আহমেদ সাইদ জে, তানবীর আহমেদ, আবুল হাসনাত আল সাকিব, কে এম জর্জ, মেহেদী হাসান, নোমান, সৈকত হোসাইন, আরিফুর রহমান, মানিক, আনোয়ার, জাকির, তুষার, দিদার, শাকিল, আনোয়ার, শাওন, বাবুল, জাহিদ শাওন প্রমূখ। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করেন চ্যানেল আইয়ের জন প্রিয় সংগীত শিল্পী “ কৃষ্ণা তিথী”।
সভায় বক্তরা বলেন, ছাত্রলীগ দেশরতœ শেখ হাসিনার বিশ্বস্তভ্যানগার্ড। ছাত্রলীগ গৌরব, সংগ্রাম ও ঐতিহ্যের নাম। দেশের সকল ক্লান্তি লগ্নে ছাত্রলীগে সামনের সারি থেকে অগ্রণি ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে সর্বদায়।