Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুরে গাড়ি চাপায় মাদরাসা ছাত্র নিহত ॥ স্পিড ব্রেকারের দাবি

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল-মিরপুর এলাকার মহাসড়কে গাড়ি চাপায় মুরাদ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তবে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, বারবার দাবি জানালেও ওই স্থানে স্পিড বেকার স্থাপন না করায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। জানা যায়, মিরপুরের বসুনিয়া রহমতিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র মুরাদ গত শনিবার বিকাল ৩টার সময় মাদরাসার পাশে রাস্তার সাইটে হেটে যাচ্ছিল। অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে সদর উপজেলার লস্করপুর গ্রামের জয়নাল মিয়ার একমাত্র পুত্র। মুরাদের বাবা-মা তাদের একমাত্রকে হারিয়ে ফেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। তবে তাদের দাবি বসুনিয়া হাফিজিয়া একটি ঐতিহ্যবাহী মাদরাসা। ওই মাদরাসায় শত শত ছাত্র রয়েছে। তাদের পুত্রের মতো যেনো আর কারো কুল খালি না হয় সে জন্য তারা ওই স্থানে একটি স্পিড বেকার স্থাপনের দাবি জানান। কোনো অভিযোগ না থাকায় শনিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের জিম্মায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, যানবাহনের যদি কোনো খবর পাওয়া যায় তবে পুলিশ বাদি হয়ে মামলা করে ওই চালক ও গাড়িকে আটকের চেষ্টা করবে।